চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।লংগদুতে বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোন।
শনিবার (১৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে একদল গরু চোরাকারবারী চোরাইপথে শুল্ক ফাকি দিয়ে ভারত হতে গরু নিয়ে এসে বাঘাইছড়ি উপজেলার চরুয়াখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থান করছে এমন তথ্য পেয়ে তাদের আটক করে রাজনগর বিজিবি জোন।
রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মো. শাকিল আলমের নির্দেশনায় আমতলী পুলিশ ফাড়ীর সমন্বয়ে চরুয়াখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার চরুয়াখালী নামক স্থানে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরকারবারীরা গরু রেখে পালিয়ে গেলে মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
এ বিষয়ে জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম বলেন, দেশীয় গরু খামারীদের রক্ষায় ভারতীয় গরু চোরাচালান বিরোধী বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটককৃত ভারতীয় গরুগুলো শুল্ক কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।