চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ঘাগড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ পড়ে চালকসহ এক শিশু আহত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে ঘাগড়া বাজার ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটেছে।
ঘাগড়া বাজার রেস্টহার্ট পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) উপপরিদর্শক (এসআই) বাবুল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত সিএনজি অটোরিকশা চালকের নাম লিয়াকত মো. (৪০)। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। তবে অটোরিকশায় চারজন যাত্রী থাকলেও তাদের মধ্যে ১২ বছরের এক শিশুর ঠোঁট ফেটে গেছে। অন্য তিনজন যাত্রী অক্ষত আছেন।
আইসি উপপরিদর্শক বাবুল চাকমা বলেন, বাতাসের কারণে ঘাগড়া বাজার ডাকবাংলো সিড়ি এলাকায় একটি চলন্ত সিএনজি অটোরিকশার ওপর গাছ পড়ে চালক ও এক শিশু আহত হয়েছে। চালককে হাসপাতাল নেওয়া হয়েছে। চার যাত্রী সুস্থ আছেন।
এদিকে, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ আলীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।