চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি ( রাঙামাটি)। বিলাইছড়িতে গ্রাম পুলিশদের হাতে তুলে দেওয়া হলো বাইসাইকেল ও পোশাক।
সোমবার(১৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা মাঠে এইসব বাইসাইকেল ও পোশাক তুলে দেওয়া হয়। এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সিফাত উদ্দিন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শার্দূল দাশ, ১ নং বিলাই ছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং স্ব-স্ব এলাকার ওয়ার্ড মেম্বার ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জানা গেছে, যোগাযোগ ও যাতায়াতের সুবিধা , তথ্য ও খবরাখবর দ্রুত পৌঁছাতে এবং অফিসের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য ৪ টি ইউনিনে সবাইকে এইসব সাইকেল ও পোশাক তুলে দেওয়া হয়।