সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে পালিত হচ্ছে স্থানীয় সরকার দিবস ২০২৩। দিনটি উপলক্ষে আজ সকালে জেলাপ্রশাসনের আয়োজনে একটি শোভাযযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জিমনেশিয়ামে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে কুমার সুমিত রায় জিমনেশিয়ামে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। মেলায় সরকারী বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করা হয়।
মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙমাটি পৌররসভার আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নে দেশের চিত্র পাল্টে গেছে। বর্তমানে শুধু শহরে নয় প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও উন্নয়নের স্বাদ পাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।