বুধবার | ২৩ অক্টোবর, ২০২৪

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক ও অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে : পার্বত্য সচিব

প্রকাশঃ ০২ সেপ্টেম্বর, ২০২৩ ০২:১৯:০৩ | আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ ০৪:৩৫:০৯  |  ৬৯৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো.মশিউর রহমান বলেছেন, পার্বত্য জেলা বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক ও বিভিন্ন অবকাঠামো দ্রুত সময়ে সংস্কার করা হবে,আর দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের আরো সচেতন হতে হবে। চারদিনের সরকারী সফরে বান্দরবান গিয়ে শনিবার (০২ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সফরে গিয়ে সাম্প্রতিক ব্যনায় বান্দরবানের রোয়াংছড়ি-রুমা সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন পার্বত্য সচিব।

এসময় পার্বত্য সচিব মো. মশিউর রহমান আরো বলেন, দুর্যোগ যেকোন সময়ই আসতে পারে আর তাই সাধারণ জনগণকে সচেতন হতে হবে এবং বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন অবকাঠামোসহ সড়ক নির্মাণে উচু স্থানকে প্রাধান্য দিয়ে আগামীতে পার্বত্য এলাকার উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হবে যাতে বন্যা বা বড় দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমান কম হয়।
পার্বত্য সচিব মো.মশিউর রহমান বলেন,বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় পরিকল্পনা মাফিক প্রকল্প বাস্তবায়ন করতে হবে এবং প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেজন্য সকলের নজনদারী প্রয়োজন রয়েছে।

এসময় পার্বত্য অঞ্চলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা দূরীকরণে বিজ্ঞানসম্মত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করে পার্বত্য সচিব ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ করার ওপর গুরুত্বআরোপ করেন।

সফরের প্রথমদিনে বান্দরবানের রোয়াংছড়ি-রুমা সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,পার্বত্য জেলা পরিষদসহ বিভিন্ন দফতরের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন পার্বত্য সচিব।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মো.জসিম উদ্দিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন,নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.খোরশেদ আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মুহাম্মদ ইয়াছির আরাফাত,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজুয়ান খানসহ সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions