বুধবার | ২৩ অক্টোবর, ২০২৪

আলীকদমে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশঃ ০১ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:৫৩:৪১ | আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ ০৪:৩৪:৫৬  |  ৬২৪

সিএইচটি টুডে ডট কম, আলীকদম (বান্দরবান) সারাদেশের ন্যায় বান্দরবানের আলীকদমেও জাতীয়তাবাদী দল বিএনপি' ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালি আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে


শুক্রবার ( সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ ঘটিকার সময় আলীকদম উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মাশুক আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পানবাজার টাউন হল প্রাঙ্গন থেকে এক বিশাল বর্ণাঢ্য  র‌্যালী বের হয় উক্ত র‌্যালিটি পান বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পানবাজার দলীয় কার্যালয় গিয়ে শেষ হয় র‌্যালি শেষে পানবাজার দলীয় কার্যালয়ে সামনে উপজেলা বিএনপি' আহ্বায়ক মোঃ মাশুক আহমেদ এর সভাপতিত্বে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোঃ নুরুল সাফা ভূঁইয়া বাবু' সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়


বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভায় উপস্থিত ছিলেন,আলীকদম উপজেলা বিএনপর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলীকদম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার,১নং আলীকদম সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মো আবুল কালাম,সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আবু হানিফ সদর ইউনিয়ন বিএনপি,আলীকদম উপজেলা যুবদলের সভাপতি মোঃ ইলিয়াছ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মারুফ,আলীকদম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,৩নং নয়াপাড়া ইউনিয়ন বিএনপি' আহ্বায়ক মোঃ ফরিদ উদ্দিনসহ উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


আলোচনা সভায় বক্তারা বলেন, সারাদেশে বিএনপি যখন গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব ঐতিহ্য-সংগ্রামের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে সেই মুহুর্তে সারাদেশে বিএনপির মিছিল মিটিং আলোচনা সভা মিলাদ মাহফিল বন্ধ করতে এই বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে আমলাদেরকে এবং পুলিশ বাহিনী কে দিয়ে আমাদের অধিকার আদায় বন্ধ করতে চায় মাঠে যেন কেউ কোন মিছিল মিটিং করতে না পারে সে জন্য সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার ষড়যন্ত্র করছে বিএনপির একটি নেতা বেঁচে থাকাকালীন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে দিবে না যারা আজ ক্ষমতায় গিয়ে মিথ্যা ভোট করে ক্ষমতা পাকাপোক্ত করে থাকতে চায় তারা গণতন্ত্র বোঝে না,গণতন্ত্র কি...? পৃথিবীর কেউ সারাজীবন ক্ষমতায় থাকতে পারেনি এই সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না নির্যাতন নিপিড়ন হত্যা,গুম আর রাষ্ট্রের টাকায় লুটপাট শুরু করেছে একদিন তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে


 বক্তারা আরও বলেন,আওয়ামী ফ্যাস্টিস সরকারের আমলে উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা,গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা পুলিশি হয়রানী,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি করে চলছে বলে জানান বক্তারা

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions