বৃহস্পতিবার | ২৪ অক্টোবর, ২০২৪

আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে দেশের সব সেক্টরে উন্নয়ন হয়েছে : পার্বত্যমন্ত্রী

প্রকাশঃ ৩০ অগাস্ট, ২০২৩ ০৩:১২:০০ | আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ ০৪:৩৩:৩৩  |  ৭১৯

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আওয়ামী লীগ  সরকার ক্ষমতায় আসার কারণে দেশের সব সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেছেন মানুষ এখন বিচ্ছিন্ন নয়। উন্নয়নের কারনে পাহাড় সমতলের মানুষ এগিয়ে যাচ্ছে। দেশের অবকাঠামো খাতে উন্নয়নে প্রধানমন্ত্রী চমক দেখিয়েছেন। দেশের প্রতিটি গ্রাম শহরের সব নাগরিকের কাছে উন্নয়নের সকল সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।

 

বুধবার ( ৩০ আগস্ট) সকালে বান্দরবানের লামা আলীকদম উপজেলায় এলজিইডি, পার্বত্য  জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সড়ক জনপথ বিভাগের আয়োজনে  ২২ কোটি লক্ষ টাকা ব্যয়ে ১৪ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে পার্বত্যমন্ত্রী কথা বলেন।

 

 এসময় মন্ত্রী বলেন, পাহাড়ের যে উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর কারণেই পাহাড়ে অসংখ্য উন্নয়ন হয়েছে যা অতীতের অন্য কোন সরকারের আমলে হয়নি। 

 

এসময় মন্ত্রীর সাথে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা  জাবের মোহাম্মদ শোয়েব, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একদিনের সরকারী সফরে পার্বত্যমন্ত্রী আলীকদম লামা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন পরিবারকে ত্রাণ সামগ্রী, টিন নগদ অর্থ কৃষি বীজসহ নানা ধরণের উপকরণ বিতরণ করেন।

 

 এছাড়া  লামা চকরিয়া সড়কের ইয়াংছায় ব্রিজ, বাজার শেড, সড়ক, সেচের ড্রেইনমসজিদ, মন্দিরসহ বেশ কয়েকটিস্থানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর করেন   

 

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions