শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

বরকলে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু

প্রকাশঃ ২৯ মে, ২০২৩ ০৬:১৪:৩৪ | আপডেটঃ ০৭ এপ্রিল, ২০২৪ ১১:২৬:০৩  |  ৫২৪

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বরকল উপজেলার কুরকুটিছড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে তার নাম আব্দুল মালেক (৫৪) সোমবার ভোরের দিকে ঘটনা ঘটেছে


স্হানীয়রা জানায়, সোমবার ভোরের দিকে উপজেলার বরকল ইউনিয়নের কুরকুটিছড়ি গ্রামে নুরুল আলমের বাড়ীর পাশে নদীর পাড়ে ফজরের আযানের জন্য ওযু করতে যান আব্দুল মালেক ফেয়ার পথে পেছন থেকে বন্য হাতি আক্রমণ করলে তিনি ঘটনাস্হলে মারা যান খবর পেয়ে স্হানীয়রা তার মরদেহ উদ্ধার করে


স্থানীয়রা আরো জানান,  প্রায় সময় বন্য হাতির পাল লোকালয়ে গিয়ে হানা দিয়ে ফসলের ক্ষয় ক্ষতিসহ বাড়ি-ঘর ভেঙ্গে দিচ্ছে


২নং বরকল ইউনিয়নের ,, নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সুরভী আক্তার জানান, আব্দুল মালেক ফজরের নামাজ পড়তে গেলেও বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোজাখুজি করে না পেয়ে এক পর্যায়ে নদীর ঘাটে গিয়ে মৃত তার অবস্থায় পড়ে থাকতে দেখতে পান

বরকল থানার ওসি নাসির উদ্দীন জানান, বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে শুনেছি

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions