শনিবার | ২৮ ডিসেম্বর, ২০২৪

মাইনীমুখবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনাবাহিনী

প্রকাশঃ ২৮ মে, ২০২৩ ০৩:০৮:৩২ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫:৪৭  |  ৪৬৬

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)রাঙামাটির লংগদুতে মাইনী বাজারে সংঘটিত অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০জন ব্যবসায়ীর মাঝে জনপ্রতি ১০হাজার করে মোট এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করে লংগদু সেনা জোন (তেজস্বী বীর)

 

রবিবার (২৮ মে) ১১টায় জোন প্রাঙ্গণে অধিনায়ক লে. কর্ণেল হিমেল মিয়া, (পিএসসি) ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ তুলে দেন

 

সময় মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, মাইনী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুর রশিদ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন

 

ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে জোন অধিনায়ক হিমেল মিয়া বলেন, অগ্নিকান্ডের মতো যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা প্রতিরোধে সকলকে আরও সতর্কতা অবলম্বন এবং পর্যাপ্ত পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন

 

প্রসঙ্গত, গত ২৭ মে রাতে অনাকাঙ্খিত অগ্নিকান্ডে মাইনীমুখ বাজারের ৯টি দোকান পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions