লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য উপদেষ্টা বান্দরবানে বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁদা না পাওয়ায় ত্রিপুরাদের বাড়িতে আগুন, বলছে পুলিশ নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে মাইনী বাজারে সংঘটিত অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০জন ব্যবসায়ীর মাঝে জনপ্রতি ১০হাজার করে মোট এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করে লংগদু সেনা জোন (তেজস্বী বীর)।
রবিবার (২৮ মে) ১১টায় জোন প্রাঙ্গণে অধিনায়ক লে. কর্ণেল হিমেল মিয়া, (পিএসসি) ক্ষতিগ্রস্তদের মাঝে এ অর্থ তুলে দেন।
এ সময় মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, মাইনী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুর রশিদ ও সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে জোন অধিনায়ক হিমেল মিয়া বলেন, অগ্নিকান্ডের মতো যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা প্রতিরোধে সকলকে আরও সতর্কতা অবলম্বন এবং পর্যাপ্ত পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
প্রসঙ্গত, গত ২৭ মে রাতে অনাকাঙ্খিত অগ্নিকান্ডে মাইনীমুখ বাজারের ৯টি দোকান পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।