লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য উপদেষ্টা বান্দরবানে বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁদা না পাওয়ায় ত্রিপুরাদের বাড়িতে আগুন, বলছে পুলিশ নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাপ্তাই স্টেশন শাখা কর্তৃক বিলাইছড়ি বাজার প্রাঙ্গনে অগ্নি-নির্বাপণ মহড়া সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৪ মে) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন বিলাইছড়ি -এর আয়োজনে বিলাইছড়ি বাজার প্রাঙ্গনে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন শাখা কর্তৃক এই অগ্নি-নির্বাপণ মহড়া ও প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
এসময় মোঃ মিজানুর রহমান উপজেলা নির্বাহী অফিসার বিলাইছড়ি -এর উপস্থিতিতে, ওয়্যার হাউজ কাপ্তাই শাখার ইন্সপেক্টর মোঃ নুরুল করিম-এর নেতৃত্বে কয়েকটি ধাপে বাজার ব্যাবসায়ী এবং বসবাসকারীদের অগ্নি নির্বাপক ও নিবারনের বিভিন্ন কৌশল,প্রশিক্ষণ মহড়া ও ফায়ার অডিট সম্পন্ন হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিডার মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন, ফায়ার ফাইটার সদস্যগণ কাপ্তাই ফায়ার স্টেশন শাখা,বিলাইছড়ি বাজার সভাপতি শুভাশিষ কর,সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, ব্যাবসায়ী,রেডক্রিসেন্টের সদস্যগণ এবং বাজারে বসবাসকারী জনসাধারণ।