শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

বান্দরবানে অনুষ্ঠিত হলো হেডম্যান-কারবারি সম্মেলন

প্রকাশঃ ১৩ মে, ২০২৩ ০৬:৩৬:২৯ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৮:০০:০২  |  ৫০৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “হেডম্যান-কারবারী একসাথে চলি,প্রথা রীতিনীতি সংরক্ষণে এক থাকি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে অনুষ্ঠিত হলো হেডম্যান কারবারি সম্মেলন। ১৩ই মে (শনিবার) সকালে সম্মেলন উপলক্ষ্যে বান্দরবান জেলা সদরের  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়াম হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদ, বোমাং সার্কেল ও সি,এইচ,টি হেডম্যান নেটওয়ার্ক, পার্বত্য চট্টগ্রাম এর আয়োজনে এবং এ,এল,আর,ডি বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় সমাবেশের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সভাপতি কংজরী চৌধুরী, এ.এল.আর.ডি এর নির্বাহী পরিচালক সামলসুল হুদা, রাজ পরিবারের জৈষ্ঠ সদস্য রাজকুমার চহ্লা প্রু জিমি, চাকমা সার্কেল-হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি  চিংকিউ রোয়াজা,মং সার্কেল-হেডম্যান এসোসিয়েশন সভাপতি চাই থোয়াই চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হ্লা থোয়াই হ্রী।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ-আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, ৭টি উপজেলার মৌজার হেডম্যান,কারবারিসহ প্রমুখ।

উদ্বোধকের বক্তব্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সময়ের সাথে সামঞ্জস্য রেখে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের প্রথাগত নিয়ম ও জাতীয়ভাবে আইন সংশোধনের প্রয়োজন আছে। আইন সংশোধনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতির মধ্যে যে সকল কুসংস্কার প্রথা আমরা পালন করছি তা থেকে সরে আসতে হবে আর এর মাধ্যমে  হেডম্যান-কারবারিরা সমাজ তথা দেশের উন্নয়নে আরো অবদান রাখতে পারবে।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর বক্তব্যের সাথে একমত পোষণ করেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সভাপতি কংজরী চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্য অঞ্চলের জনমানুষের উন্নয়নে বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। শান্তিচুক্তির পর প্রধানমন্ত্রীর প্রচেষ্টার কারনে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় যেমন আধুনিকতার ছোয়ায় জন মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে তেমনি পরিবর্তন এসেছে অর্থনীতিতে। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং  পাবর্ত্য এলাকার উন্নয়নে স্থানীয় প্রতিনিধি হিসেবে প্রতিটি মৌজার হেডম্যান ও পাড়ার কারবারীদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions