শুক্রবার | ২৭ ডিসেম্বর, ২০২৪
বান্দরবানে

তংচঙ্গ্যা ও চাকমা সম্প্রদায়ের ফুল বিঝু ও ঘিলা খেলা অনুষ্ঠিত

প্রকাশঃ ১২ এপ্রিল, ২০১৮ ০৭:০২:২৭ | আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:২২:০৮  |  ১১৭৯


সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্টি সম্প্রদায়ের জনসাধারণ পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে শুরু করেছে নানা কর্মসুচী। বৃহস্পতিবার সকালে বান্দরবান সাংগু নদীর তীরে ক্ষুদ্র নৃ গোষ্টির চাকমা ও তংচঙ্গ্যা সম্প্রদায় পানিতে ফুল বিসর্জন দিয়ে শুরু করে ফুল বিষু উৎসব, আর দিনব্যাপী নানা বর্ণিল অনুষ্টানের মধ্য দিয়ে চলছে পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানোর আহবান।

পুরাতন গ্লানি মুছে নতুন বছরকে আগমনের শুভেচ্ছা জানাতে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে ক্ষুদ্র নৃ গোষ্টি সম্প্রদায়ের বিভিন্ন আয়োজন। বৃহস্পতিবার সকালে বান্দরবান সাংগু নদীর তীরে ক্ষুদ্র নৃ গোষ্টির চাকমা ও তংচঙ্গ্য সম্প্রদায় পানিতে ফুল বিসর্জন দিয়ে শুরু করে ফুল বিষু উৎসবের । এসময় বিভিন্ন পাড়া ও গ্রামের তংচঙ্গ্যা  ও চাকমা সম্প্রদায়ের যুবক-যুবতীরা একত্রিত হয়ে পানিতে ফুল বির্সজন দিয়ে পুরাতন গ্লানি মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানায়। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর এই আনন্দ এখন বইছে পুরো জেলায়।

ফুল বিষু শেষ করে আদিবাসী তরুণ তরুণীরা জড়ো হয় বান্দরবান সদরের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের মাঠে। এসময় তংচঙ্গ্যা সম্প্রদায়ের তরুণ তরুণীরা মেতে ওঠে ঘিলা খেলা উৎসবে। তংচঙ্গ্যা সম্প্রদায়ের বিশ্বাস আদিকালে   এক প্রেমিক যুগল এই ঘিলা খেলা খেলে তাদের ভালোবাসা পরিপূর্ণ করেছিল , আর এই বিশ্বাস থেকেই তংচঙ্গ্যা সম্প্রদায় প্রতিবছরই এই ঘিলা খেলায় মেতে ওঠে। ঘিলা খেলা হলো জঙ্গলি লতায় জন্মানো এক প্রকার বীজ।এই বীজ দিয়ে তংচঙ্গ্যারা খেলা করে। তংচঙ্গ্যারা বিশ্বাস করে ,ঘিলার লতার ফুল থেকে এই বীজের জন্ম আর পৃথিবীতে যারা  জন্ম গ্রহন করে তারাই এই বীজ দেখতে পায়। আর বীজের ব্যবহারে অপদেবতা সহ সকল দু:খ চলে যায় আর নিজ নিজ পরিবারে সুখ শান্তি নেমে আসে, তাই প্রতিবছর বিজুর দিনে তংচঙ্গ্যা সম্প্রদায় পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনে এই ঘিলা খেলার মাধ্যমে সুখ শান্তির প্রত্যাশা করে।

প্রতিবছরের মত এবারে ও বর্নাঢ্য আয়োজনে এই ঘিলা অনুষ্ঠিত হচ্ছে , আর জেলা ও উপজেলার ৩২ টি টিম এই ঘিলা খেলায় অংশ নিচ্ছে। ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার সাথে এই উৎসব আয়োজন করতে পারায় মহা খুশি তাই আয়োজকেরা।
জাতীয় ঘিলা গোল্ডকাপ টুর্ণামেন্ট ২০১৮ইং আহবায়ক  ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা বলেন, ব্যাপক আনন্দ উদ্দীপনার সাথে আমরা এই উৎসব করতে পারছি , প্রতিবছরের চাইতে এবারে আরো বেশি মজা হচ্ছে ।

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পার্বত্য এলাকায় বসবাসরত ¤্রাে,তংচঙ্গ্যা ,চাকমা ,মারমাসহ ১১টি নৃ গোষ্টি বিভিন্ন আয়োজনে মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় আর নববর্ষ উদযাপন করবে আর ১৬এপ্রিল এই আয়োজনের সমাপ্তি ঘটবে।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions