সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও আলিম-ফাজিল উদ্বোধনী ছবক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে গভর্নিং বডি মাইনীমুখ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদের সভাপতিত্বে বার্ষিক পুরস্কার বিতরণ ও আলিম-ফাজিল উদ্বোধনী ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর রিয়াজ আহমেদ, (পিএসসি)। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা মাদ্রাসা পাঠদানের প্রতি সুষ্ঠু মনোনিবেশ ও ছাত্রছাত্রীদের দেশের সুনাগরিক এবং সম্পদ হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।