সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার লংগদু উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লংগদু উপজেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম। সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল।
সভায়
উপস্থিত
ছিলেন
বাংলাদেশ
জেলা আওয়ামীলীগের
সাধারন
সম্পাদক
হাজী
মোঃ
মুছা
মাতব্বর,
জেলা
পরিষদ
চেয়ারম্যান
ও
কাউখালী
উপজেলা
আওয়ামীলীগের
সভাপতি
অংসুই
প্রু
চৌধুরী,
কেন্দ্রীয়
কমিটির,
সাংগঠনিক
সম্পাদক
মোঃ
সাইফুর
রহমান
সোহাগ,
কেন্দ্রীয়
যুবলীগের
উপ-
দপ্তর
সম্পাদক
আবদুর
রহমান,
উপজেলা
আওয়ামীলীগের
ভারপ্রাপ্ত
সভাপতি
মোঃ
সেলিম,
সাধারন
সম্পাদক
বাবুল
দাশ
বাবু,
জেলা
পরিষদ
সদস্য
আসমা
বেগম,
বিপুল
ত্রিপুরা
প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের অনেক দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়াসহ প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
সম্মেলনের আগে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।