সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভূমি হীন ও গৃহহীন পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চলমান আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
আজ ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলায় ঘর পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এসময় বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্সন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও পৌর মেয়র জমির হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন।
পরে জেলা প্রশাসক ডিডিএলজি কর্মকর্তা মো: আবদুল্লাহ আল মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারকে সাথে নিয়ে উপজেলার আমতলী ইউনিয়ন, সারোয়াতলী ইউনিয়ন এবং বাঘাইছড়ি ইউনিয়নে চলমান আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় তিনি উপকার ভোগী পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে তাদের সার্বিক অবস্থার খোঁজ নেন।
এসময় আমতলী ইউনিয়নের উপকার ভোগী রাবেয়া খাতুন জেলা প্রশাসককে তার ভাঙা জরাজীর্ণ কুড়ে ঘরটি দেখিয়ে বলেন আমরা খুবই অসহায় ৪ টি সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে একটি মাথা গোজার ঠাই করে দিয়েছেন তাই আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন।