সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি(রাঙামাটি)। জুরাছড়ি উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়িত "দুঃস্থ মহিলা উন্নয়ন" ভিজিডি কর্মসূচির ২০২১-২২ চক্রের সুবিধা ভোগীদের জমানো সঞ্চয় বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারী) জুরাছড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে সামিরায় সুবিধা ভোগীদের সঞ্চয় বিতরণী কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
এ সময় জুরাছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জীবন বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, ট্যাগ কর্মকর্তা মোঃ মরশেদুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, ইউনিয়ন পরিষদের সচিব অনিল কুমার চাকমা, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পত্যা রানী চাকমা, সমহার ভিজিডি কর্মসূচির উপজেলা সমন্বয়কারি সুমন্ত চাকমা উপস্থিত ছিলেন।
৩ নং ওয়ার্ডে সুবিধা ভোগীদের সঞ্চয় বিতরণ শেষে ৪নং ওয়ার্ড ঘিলাতলীতে সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য দীপক চাকমার সভাপতিত্বে বিতরণ করা হয়। পরে বেলা ৩ টায় ডেবাছড়ায় কিরন চন্দ্র চাকমার সভাপতিত্বে ৭ ও ৮নং ওয়ার্ডে ৮৩ জনকে বিতরণ করা হয়। ৩নং ওয়ার্ড ৩২ জন ও ৪নং ওয়ার্ড ৪৩ জনকে প্রতি জন ৪ হাজার ৮ শ টাকা করে বিতরণ করা হয়।