চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি ( রাঙামাটি)। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ছিল ২ মে বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত। চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ২ জন। এরা হলেন সুদর্শন চাকমা এমএনলারমা জেএসএস কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও ছাত্র বিষয়ক সম্পাদক। তিনি গোড়া প্রতিক মার্কা চেয়েছেন। অলিভ চাকমা ইতিময় তিনি বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সহভাপতি । তিনি আনারশ প্রতিক মার্কা প্রতিক চেয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন দাখিল করছেন। আবুল কাইযুম কেন্দ্রিয় পার্বত্য নাগরিক পরিষদের স্হায়ী কমিটির সদস্য । তিনি টিউবওয়েল মার্কা প্রতিক চেয়েছেন।
আনোয়ার হোসেন বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগ সদস্য। তিনি চশমা মার্কা প্রতিক চেয়েছেন।
দীপ্তিমান চাকমা তিনি স্বতন্ত্র প্রার্থী তিনি তালা মার্কা প্রতিক চেয়েছেন।
মোঃ মনসুর বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি টিউবওয়েল মার্কা প্রতিক চেয়েছেন।
নিখিল জীবন চাকমা চিকন স্বতন্ত্র প্রার্থী তিনি উড়োজাহাজ মার্কা প্রতিক চেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাগরিকা চাকমা স্বতন্ত্র প্রার্থী তিনি ফুটবল মার্কা প্রতিক চেয়েছেন।
সুমিতা চাকমা স্বতন্ত্র প্রার্থী তিনি প্রজাপতি মার্কা চেয়েছেন।
উল্লেখ্য আগামী ৫ মে বাছাই , আপিল, ৬-৮ মে আপিল নিষ্পত্তি ৯-১২ মে প্রত্যাহার শেষ দিন ১২ - মে প্রতিক বরাদ্দ ১৩- মে এবং ২৯ মে বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।