বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর, ২০২৪

লংগদুতে কমিউনিটি ডায়ালগ ও শিশু সুরক্ষা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:৩১:৪১ | আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৫:১৭:২৫  |  ৫১৩

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)রাঙামাটির লংগদুতে কমিউনিটি ডায়ালগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

 

মঙ্গলবার ( ফেব্রুয়ারি) সকাল ১১টায় লংগদু ইউনিয়ন পরিষদের হল রুমে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি' সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা অফিসার জয়াস চাকমার উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

 

সভায় বিশেষ অতিথি হিসেবে

সহকারী সমাজসেবা অফিসার এনি বড়ুয়া, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ এখলাস মিঞা খান, এসআই মোঃ রফিক উপস্থিত ছিলেন

 

এসময় বক্তারা বলেন, "শিশু আইন-২০১৩ আলোকে বাল্য বিবাহ, শিশু অধিকার, শিশু সুরক্ষা, শিশু শ্রম, শিশু স্বাস্থ্যসেবা, শিশু পুষ্টি, শিশু পাচার, পথশিশু, আইনের সাথে সংঘাতে জড়িত শিশু, তৃতীয় লিঙ্গের শিশু সুরক্ষায় সমাজসেবা অধিদফতরের টোল ফ্রি নম্বর ১০৯৮ এর ভূমিকা অনস্বীকার্য। শিশুদের সুরক্ষায় দেশব্যাপী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতরের অধীনে ইউনিসেফের সহায়তায় চাইল্ড হেল্পলাইন ১০৯৮ চালু হয়েছে। দেশের যেকোনো প্রান্তের কোনো শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন শোষণের শিকার হলে শিশু নিজে অথবা অন্য যেকোন ব্যক্তি বিনামূল্যে ১০৯৮ হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবেন। এক্ষেত্রে প্রতিকার চাওয়ার পথটি সহজ হয়ে যাবে।"

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions