সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের থানটি উপজেলার সাংগু নদীতে ইঞ্জিন চালিত দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নৌকার পাখায় কাটা পড়ে এক চালক নিহত হয়েছে।
রোববার(০৫ফেব্রুয়ারি) সকালে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়ন থেকে থানচি সদরে আসার পথে পদ্মমুখ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত নৌকা চালকের নাম সামংগ্য ত্রিপুরা, সে থানচি উপজেলা সদরের ক্যসাপ্রু পাড়ার বাসামনি ত্রিপুরার ছেলে।
পুলিশ জানায়, যাত্রীবাহী একটি ইঞ্জিন চালিত নৌকা রেমাক্রি থেকে থানচি আসার পথে পদ্মমুখ এলাকায় পৌছালে উল্টো দিক থেকে আসা আরেকটি নৌকার সাথে মুখোমুখি সংঘর্ষে নৌকার চালক সামংগ্য ত্রিপুরা গুরুত্বর আহত হয়, পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত রায় জানান,ইঞ্জিন চালিত নৌকার পাখায় কাটা পড়ে এক চালক নিহত হয়েছে ,তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।