নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বড় বোনের বিয়েতে আর যোগদান করা হল না কলেজ ছাত্রী নেন্সী চাকমার(১৮)। শনিবার মোটর সাইকেলযোগে যাওয়ার সময় রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি নামক স্থানে ঘাতক ট্রাক তার প্রাণ কেড়ে নেয়।
জানা গেছে, আজ শনিবার দুপুরের দিকে রাঙামাটি শহর থেকে তার চাচাতো ভাইয়ের সাথে মোটর সাইকেলযোগে বাঘাইছড়ি উপজেলায় রওনা দেন নেন্সি। এসময় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচরের ঘিলাছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাজাছড়ি পুর্ব পাড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা নানিয়ারচর অভিমুখী পাথর বোঝাই দ্রুতগামী একটি ট্রাক (ফেনী ট-১১-০৯৩১) মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। এতে নেন্সি চাকমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে তার চাচাতো ভাই ভাগ্যক্রমে বেঁচে যান। নেন্সি বাঘাইছড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের সি ব্লক গ্রামের জ্যোতিময় চাকমার মেয়ে। তিনি রাঙামাটি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা জানান, নিহত নেন্সি তার বড় বোন এমি চাকমার আগামী সোমবার বাঘাইছড়ি উপজেলার বাড়ীতে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার সময় দুর্ঘটনায় শিকার হয়ে তার এ মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, ট্রাকটি আটক করতে পারেলও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুনেছি নিহত নেন্সি চাকমা তার বড় বোনের বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছিল। বিষয়টি খুবই দুঃখজনক।