সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও উপজেলা ইমাম সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা মডেল রিসোর্স সেন্টারে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বগাচতর ইউপি ইমাম সমিতির সভাপতি ও বগাচতর ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ার টেকার মাওলানা মোঃ জুবাইদুল হাসানের সঞ্চালনায় এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা ও ইমাম সম্মেলন সম্পন্ন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী এবং লংগদু থানার এস.আই মশিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রত্যেক ইমামগণ জুমার নামাজের দিন সকল মুসল্লিদেরকে তাৎপর্যপূর্ণ সঠিক ইসলামিক বয়ান দেন, যেন জঙ্গিবাদদের প্ররোচনায় প্ররোচিত না হয়ে নিজেরদের নিরাপদ রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। অন্যদিকে সম্প্রতি উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় অগ্নিকান্ডকে কেন্দ্র করে মুসল্লিগণকে অগ্নিসংযোগ থেকে সতর্ক থাকতে বলেন।
সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন মসজিদের ৬০জন ইমাম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।