সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকায় রাজবাড়ী স’মিলের নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে গাছে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুনে স’মিলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। অপরদিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পাছড়ি এলাকায় গাছের ট্রাকে গুলি বর্ষন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে ট্রাক-মিনিট্রাক যৌথ মালিক সমিতির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করেছে।
জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে একদল মুখোশ পরিহিত সন্ত্রাসী নৌকা যোগে গিয়ে রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকায় অবস্থিত রাজবাড়ী স’মিলের দায়িত্বরত নৈশ প্রহরীকে প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে স’মিলে রাখা সেগুন গাছের লক(গোলাকার) কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। পরে নৈশ প্রহরী অন্যান্যদের ঘটনাটি জানালে ফায়ার সর্ভিসকে খবর দেয়। দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে স’মিলে স্তুপ করে রাখা সেগুন গাছের লক কিছু অংশ আগুনে পুড়ে গেছে।
অপরদিকে, গত বুধবার দুপুরের দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পাছড়ি এলাকায় গাছের ট্রাকে দুর্বৃত্তরা গুলি বর্ষন করেছে। তবে ট্রাক চালক দ্রুত গাড়ী চালিয়ে চলে গেলে হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার শহরের ট্রাক টার্মিনাল এলাকার মূল সড়ক অবরোধ প্রতিবাদ সমাবেশে করেছে ট্রাক-মিনিট্রাক যৌথ মালিক সমিতি। এসময় বক্তব্যে রাখেন রাঙামাটি ট্রাক-মিনিট্রাক যৌথ মালিক সমিতির সভাপতি হাজী সাব্বির আহমেদ ওসমানী, সাধারন সম্পাদক সেকান্দার হোসেন চৌধুরী, রাঙামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহল আমীন, ট্রাক-মিনি ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি কিশোর চৌধুরী, কার-মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা অস্ত্রধারীরা কাঠ বোঝাই ট্রাকে দিনেপুরে গুলি বর্ষন করেছে এবং তাদের জানমালের ক্ষতি হয়েছে। এর আগেও সন্ত্রাসীরা গুলি বর্ষন করেছে কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। বক্তারা অবিলম্বে উক্ত ঘটনা আগামী সাত দিনের মধ্যে সন্ত্রীসীদের গ্রেফতার, নিরাপত্তা ও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী উচ্চারণ করেন।
রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আমীন বলেন, খবর পেয়ে দুস্হানের ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় কেউই এখনো অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।