সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে অবৈধ করাত কলে আর্থিক জরিমানা প্রদান করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার গুলশাখালী ইউনিয়নে নির্বাহী অফিসার আকিব ওসমান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি করাতকলে (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর ৩ (১) লঙ্ঘনের ১২ ধারা মোতাবেক দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অর্থদন্ডকৃত করাতকলের মালিক দুজন হলেন- গুলশাখালী ইউপির মোহাম্মদপুর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম এর ছেলে জিয়াউর রহমান এবং আব্দুল জব্বারের ছেলে মোঃ হাফিজুর রহমান। উভয়কেই পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।