সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে পুলিশের অভিযানে গাঁজা সহ এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় ভাসান্যাদম ইউপির ৮নং ওয়ার্ডের ইয়ামিনের পেয়ারা বাগানের সামনে রাস্তা থেকে গাঁজা সহ আবু তাহের (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশ।
আটকৃত যুবক মাইনীমুখ ইউপির ঢাকায়া টিলা এলাকার মৃত নুরুল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি মাইনী এলাকা থেকে গাঁজা বিক্রির উদ্দেশ্যে চাইল্যতলী এলাকায় অবস্থান নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে, তাকে তল্লাশি করে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ২০১৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।