শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে দিনদুপুরে কাঠ পরিবহনের গাড়িকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

প্রকাশঃ ২৫ জানুয়ারী, ২০২৩ ০৫:৪২:৪২ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০৩:২৮:৫৬  |  ৬২৭

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে দিন দুপুরে  একটি কাঠ পরিবহনের গাড়িকে লক্ষ্য  করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে  সন্ত্রাসীরা বুধবার (২৫ জানুয়ারী) সকালেরাঙামাটি সদর উপজেলার  সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় ঘটনা ঘটে


স্থানীয় সূত্রে জানা গেছে,  বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটি থেকে একটি  কাঠ পরিবহন ট্রাক চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে দেপ্পোছড়ি এলাকার রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে একদল সন্ত্রাসী ট্রাকটিকে লক্ষ্য করে কয়েকরাউন্ড গুলি ছুঁড়ে এতে ট্রাকটির আংশিক কিছু ক্ষতি হলেও চালক এবং কাঠ পরিবহনের একজন নিজস্ব লোক অক্ষত থাকে পরে আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে


এদিকে, রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন বলেন, রাঙামাটি -চট্টগ্রাম সড়কের দেপ্পাছড়ি এলাকায় একটি কাঠের ট্রাককে লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ছুড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সশস্ত্র সন্ত্রাসীরা এঘটনায় রাঙামাটিতে  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ সেনাবাহিনী


রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাওন ফরিদ জানায়, চাঁদা না পেয়ে  সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করতে পারে।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions