বৃহস্পতিবার | ০৯ জানুয়ারী, ২০২৫

কাপ্তাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

প্রকাশঃ ২৫ জানুয়ারী, ২০২৩ ০৪:৩০:১৪ | আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ০৪:৫৭:৪৭  |  ৪৮০

সিএইচটি টুডে ডট কম,  কাপ্তাই ( রাঙামাটি)রাঙামাটির কাপ্তাই উপজেলা সদরে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি   রাঙামাটির  সংসদ সদস্য  দীপংকর তালুকদার


বুধবার (২৫ জানুয়ারী) সকাল ১১ টায় তিনি এই ভবনের উদ্বোধন করেন এরআগে  তিনি মুক্তিযোদ্ধ কমপ্লেক্স চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

 

 কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা   মুনতাসির জাহান এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ কমিটির সদস্য সচিব নাজমুল হাসান এর সঞ্চালনায়  এতে প্রধান অতিথির বক্তব্য দেন দীপংকর তালুকদার এমপি

এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহমদ শফি, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী দীপ্তিময় তালুকদার , কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, রাঙামাটি জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকবাল হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন

স্বাগত বক্তব্য দেন   কাপ্তাই উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাপ্তাই উপজেলার সভাপতি রনজিত বাড়ৈ


এসময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

প্রসঙ্গত,  কাপ্তাই উপজেলা এলজিইডি অফিসের তত্বাবধানে কোটি  ১৩ লক্ষ টাকা ব্যয়ে সম্প্রতি তলা ভবনের এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions