নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি
সিএইচটি টুডে ডট কম, আলীকদম (বান্দরবান)। বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাগান পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম সর্দার ছেলে মোহাম্মদ ফারুক নামে ব্যাক্তি শনিবার থেকে নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিখোঁজ হওয়া মোহাম্মদ ফারুক ৩নং নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্বরত আছেন।
ফারুকের পিতা জাহাঙ্গীর আলম জানান, গত ৫ নভেম্বর শনিবার সকাল আনুমানিক ১০টা দিকে লামা উপজেলায় তার এক বন্ধু ডেকেছে বলে বাড়িতে থেকে বের হয়েছে। সে বন্ধুর সাথে নাকি দেখা করবে লামাতে গিয়ে এমনটি জানান তার বাবা। ফারুক দুপুর বেলায় বাড়িতে না আসাতে আছরের দিকে বাবা তাকে ফোন দিলে মোবাইল ফোন বন্ধ পান এবং সারারাত ট্রাই করেও মোবাইলে সংযোগ পাননি।
তিনি আরো জানান, ৬ নভেম্বর রবিবার সকাল ৭টার দিকে ফারুকের মোবাইল ফোন থেকে তার বাবার নাম্বারে ফোন দিয়ে বলে কে বা কারা থাকে চকরিয়া থেকে ধরে নিয়ে গেছে কান্না করতে করতে বলে থাকে ব্যাপক মারধর করতেছে আমাকে তারা। অপহরণ কারীরা তার বাবার কাছ থেকে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন,ছেলের মোবাইলের বিকাশ নাম্বারে পাঠাতে বলে ফোন কেঠে দিয়ে বন্ধ করে দিয়েছে মোবাইল। এখনো পর্যন্ত ফারুকের কোনো সন্ধান পায়নি তার পরিবারের লোকজন।
এদিকে ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন জানান,জাহাঙ্গীর আলমের ছেলে ফারুকের উদ্ধারে চেষ্টায় আলীকদম থানা, চকরিয়া থানা কক্সবাজার থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে খবর এবং তার বিষয়ে তথ্য দেওয়া হয়েছে প্রশাসন উদ্ধার চেষ্টায় চালিয়ে যাচ্ছেন বলে আমাদের কে আশ্বাস দিয়েছেন বাকিটা আল্লাহ ভরসা বলে তিনি জানান।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন সরকার জানান নিখোঁজ ও অপহরণ হওয়া মোহাম্মদ ফারুক এর বিষয়ে আমরা অবগত হয়েছি উদ্ধার চেষ্টায় প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।