শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে চেক বিতরণ

প্রকাশঃ ২৬ জুন, ২০২২ ০৮:০৩:১০ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৭:০১:২৪  |  ৬৮৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের পক্ষ থেকে রাঙামাটি জেলার বিভিন্ন বুদ্ধ বিহারের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়।

আজ রোববার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হলরুমে চেক বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। রাঙামাটি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রি জয়সেন তংচঙ্গ্যার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার অসম্প্রদায়িক চেতনার সরকার, এই সরকারের আমলে সকল ধর্ম বর্ণের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারছে। সারাদেশের মত পাহাড়েও ব্যাপক উন্নয়ন হচ্ছে, উন্নয়ন যাতে কেউ বাঁধাগ্রস্ত করতে না পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে।

পরে তিনি বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে ৮৩টি বিহার কর্তৃপক্ষকে ১৫ লক্ষ টাকা অনুদানের চেক বিতরণ করেন।   


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions