শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪
রাঙামাটির বাঘাইছড়িতে নব নির্মিত সড়ক উদ্বোধন

দূর্গমতার বাঁধা অতিক্রম করে পাহাড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে : নিখিল কুমার চাকমা

প্রকাশঃ ২২ মে, ২০২২ ১২:১১:৪৮ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৫:০১:২৭  |  ৭৩০
বিশেষ  প্রতিনিধি, সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের অংশ হিসেবে দূর্গম পার্বত্য চট্টগ্রাম এলাকায় যে উন্নয়ন কর্মকান্ড চলছে, তা পার্বত্যবাসীকে চমকে দিয়েছে। দূর্গমতার বাঁধা অতিক্রম করে পাহাড়ী পল্লী গুলোতে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে। সুদীর্ঘকাল ধরে পাহাড়ী পল্লীবাসীর কাছে একদা যা স্বপ্নের মতো ছিল, তাই আজকে বাস্তব।

তিনি আজ রোববার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের  মারিশ্যা ইউনিয়নে উন্নয়ন বোর্ড রাস্তা হতে ফুলেশ^র কার্বারী পাড়া হেডম্যান বাড়ী পর্যন্ত নব নির্মিত সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগ নেতা জমির উদ্দিন, স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাখাওয়াৎ হোসেন রুবেল, জাকির হোসেন সেলিম, মোঃ শফিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুসিত চাকমা, বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান, উপ-সহকারী প্রকৌশলী হাসান মোঃ নোমান, মারিশ্যা ইউপি চেয়ারম্যান আপন চাকমা, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছয় শত পঞ্চাশ মিটার দীর্ঘ নব নির্মিত সড়কটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।

বাঘাইছড়ি সফরকালে তিনি কাউন্সিলারদের কাছে আগামী ২৪ মে আওয়ামীলীগের কাউন্সিলে সভাপতি পদে ভোট  চান।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions