বৃহস্পতিবার | ০২ মে, ২০২৪

বান্দরবানে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়

প্রকাশঃ ০১ সেপ্টেম্বর, ২০২১ ০১:৫৩:১৪ | আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৪ ০৮:৪২:২৪  |  ১৪৪৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

সেনা সুত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১লা সেপ্টেম্বর (বুধবার) ভোরে বান্দরবান রিজিয়নের আওতাধীন নাইক্ষ্যংছড়ি জোন এর ছাগলখাইয়া সিআই ক্যাম্প হতে সন্দেহভাজন সশস্ত্র সন্ত্রাসী দলকে গ্রেফতারের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন এর কমান্ডার লে:কর্ণেল শাহ আব্দুল আজীজ আহমেদ,(এসপিপি)এর নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবির ৮টি টহল দলের সমন্বয়ে একটি বিশেষ অভিযান শুরু করা হয়।

বিশেষ অভিযান চলাকালীন সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ির চাকপাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস (মুল দল) এর সশস্ত্র সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের ব্যাপক গোলাগুলি শুরু হয়। এসময় গোলাগুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস (মুল দল) এর কয়েকজন সদস্য মারাত্মকভাবে আহত হয়। সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়, বর্তমানে ঐ এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

ভবিষ্যতেও পার্বত্য বান্দরবান জেলায় যেকোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে দমনের লক্ষ্যে বান্দরবান রিজিয়ন এর তত্বাবধানে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরণের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় প্রেসবিজ্ঞপ্তিতে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions