পাহাড়ে ২১৭ কোটি টাকা ব্যয়ে ৪০ হাজার পরিবার পাবে সৌরবিদ্যুৎ এর সুবিধা
প্রকাশঃ ১৫ জুলাই, ২০২০ ০১:৫৮:৩৩
| আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ ০৯:১৯:৪৭
|
৪২২৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ৪০ হাজার পরিবারকে সৌরবিদ্যুৎ বিতরণ করবে সরকার। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করবে। তিন পার্বত্য জেলায় এসব সৌরবিদ্যুৎ বিতরণের লক্ষে ২১৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে সরকার। ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়।
সূত্র জানায়, সৌরবিদ্যুৎ প্রকল্পে তিন পার্বত্য জেলার দুর্গম ও দূরবর্তী এলাকায় বসবাসকারী ৪০ হাজার পরিবারকে বিদ্যুতের সুবিধায় আনতে সম্পূর্ণ বিনামূল্যে সৌরবিদ্যুৎ প্যানেল বিতরণ করা হবে। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ‘খ’ খন্ডের ১৯ ধারা মোতাবেক সরকার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে। মন্ত্রণালয়টিতে উপজাতয়ীদের মধ্য হতে একজনকে মন্ত্রী নিয়োগ করেছে সরকার। মন্ত্রণালয়টির মাধ্যমে পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে চলেছে এ সরকার।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ ও দিক-নিদের্শনায় পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। প্রধানমন্ত্রী সব সময় পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বিশেষ নজর দিয়ে রাখছেন।