মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২০ ০৬:২৮:০৫ | আপডেটঃ ১৯ মার্চ, ২০২৪ ০১:৫২:০৭  |  ২২৯১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মঙ্গলবার সকালে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের  মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর পর বেলন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

এসময় রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি তালুকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা। অন্যান্যদের মধ্যে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষকগন, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক  ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্যে বলেন ,  লেখা-পড়া , খেলা- ধূলা ও কালচারাল এক্টেভেটিস এক অপরের সাথে প্রত্যেক্ষ্য ও পরোক্ষ ভাবে জড়িত। লেখা পড়া  করতে হবে তার কোন বিকল্প নেই  তবে তার  পাশাপাশি লেখালেখির অভ্যাস ,  খেলা-ধূলা, কালচারাল এক্টিভেটিস, ইতিহাস চর্চা, বাংলাদেশের সমকালিন অর্থনীতি, দেশ ও বিশ্ব সম্পর্কে  জানতে হবে। তবেই মেধার প্রকৃত বিকাশ ঘটবে।

শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে প্ররুস্কার তুলে দেন জেলা প্রশাসক।

শিক্ষা |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions