রবিবার | ২৪ নভেম্বর, ২০২৪

লক্ষ্মীছড়ি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ১৬ মে, ২০১৮ ০৭:৩৬:২২ | আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ ১০:৩০:০১  |  ১৬৫৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। বুধবার সকালে লক্ষ্মীছড়ি উপজেলাবাসীর ব্যানারে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি টাতুমনি চাকমার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা, সরকারের শিক্ষানীতি অনুসারে প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণের প্রস্তাব থাকলেও লক্ষ্মীছড়ি উপজেলার একমাত্র উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান লক্ষ্মীছড়ি কলেজ জাতীয়করণ হয়নি। কর্মরত শিক্ষক কর্মচারীরা আর্থিক সংকটের কারণে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এতে করে কাক্সিক্ষত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে দূর্গমাঞ্চলের শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবালের মাধ্যমে লক্ষ্মীছড়ি কলেজকে দ্রুত জাতীয়করণে তালিকাভুক্তের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

শিক্ষা |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions