বান্দরবানে
মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশঃ ১৪ মার্চ, ২০১৯ ০৭:২১:২৪
| আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ ০৩:৪৯:২১
|
২৩৭৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “প্রাথমিক শিক্ষার দীপ্তি ,উন্নত জীবনের ভিত্তি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শতভাগ ভর্তির কার্যক্রম অব্যাহত রাখা ও উপস্থিতি নিশ্চিতকরণ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষার সমস্যা ও সমাধান বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র হাবিবুর রহমান খোকন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো:তবিবুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার মো:তাজুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো:ইলিয়াছ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার অনুকম্পা চাকমাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পার্বত্য জেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং শতভাগ ভর্তির কার্যক্রম অব্যাহত রাখা ও উপস্থিতি নিশ্চিতকরণ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।