শনিবার | ২৩ নভেম্বর, ২০২৪

রাঙামাটি সরকারি কলেজে বাস সার্ভিস দাবি শিক্ষার্থীদের

প্রকাশঃ ২৪ নভেম্বর, ২০১৮ ১১:৩৩:৪০ | আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ ১১:৫১:৪৮  |  ১৭৭৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। যাতায়াতের জন্য নিজস্ব বাস সার্ভিস দেয়ার দাবি করেছেন রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। দাবিটি জানিয়ে শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাস চত্ত্বরে এক সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি সরকারি কলেজ শাখার অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে রাখেন- সংগঠনটির কলেজ শাখার সভাপতি জগদীশ চাকমা, সাধারণ সম্পাদক খোকন চাকমা, সাংগঠনিক সম্পাদক সুমন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কলেজ শাখার সভাপতি সান্ত¦না তালুকদার, সেনোরিতা চাকমাসহ অন্যরা।

বক্তারা বলেন, কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে যাতায়াতের পরিবহন খরচ আদায় করছেন। কিন্তু শিক্ষার্থীদের যাতায়াতে নিজস্ব কোনো বাস সার্ভিস দেয়ার ব্যবস্থা নিচ্ছেন না। কলেজ কর্তৃপক্ষ পরিবহন ফান্ড থেকে ৪২ লাখ টাকায় একটি মাইক্রোবাস ক্রয় করেছেন। কিন্তু সেটি কলেজের শিক্ষার্থীদের জন্য কোনো কাজে আসছে না। শিক্ষার্থীরা অবিলম্বে মাইক্রোবাসের পরিবর্তে নিজস্ব বাস সার্ভিস দেয়ার দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারি করে দেন তারা।

শিক্ষা |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions