৩৫০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে সুপেয় পানি ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম রাঙামাটি হানাদারমুক্ত দিবসে ছাত্র ইউনিয়নের প্রদীপ প্রজ্বলন ২৪ দফা দাবি নিয়ে রাঙামাটি সুজনের স্মারকলিপি পেশ কাউখালী ছিদ্দিক-ই- আকবর (রাঃ) দাখিল মাদরাসা ও শিশু সদন এর অভিবাক সম্মেলন অনুষ্ঠিত রাঙামাটিতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটি পার্বত্য জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ সুগম করতে তিন উপজেলাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
"আর যাবো না নদী পথে, এবার যাবো সড়ক পথে" স্লোগান নিয়ে আধুনিক লংগদু, বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলা গঠনের লক্ষ্যে রাঙামাটি জেলা সদরের সাথে লংগদু, বাঘাইছড়ি ও দীঘিনালর সরাসরি সংযোগ সড়কের বিকল্প নেই এমন বক্তব্যে নানিয়াচর থেকে লংগদু সংযোগ সড়কের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে লংগদু উপজেলাবাসী।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তিন উপজেলাবাসীর যৌথ আয়োজনে লংগদু উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে উপজেলা জামায়াতের আমীর নাছির উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও প্রেসক্লাব সভাপতি এবিএস মামুন।
আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, লংগদু থেকে নানিয়াচর সংযোগ সড়কের হলে পাহাড়ের তিনটি উপজেলার সাধারণ মানুষের কৃষি, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও রাজনীতি সহ বিভিন্ন দিক থেকে এগিয়ে যাবে সুবিধা বঞ্চিত এ এলাকার লোকজন। তাই বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনীত আহ্বান জানান যেন অবহেলিত এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে দ্রুত এ সংযোগ সড়কটি বাস্তবায়ন করা হয়।
এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সহ নানা শ্রেণি পেশা মানুষ উপস্থিত ছিলেন।