রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিজ জেলাতে সংবর্ধনার দিনেও ঋতুপর্ণার হতাশা- কেউ কথা রাখেনি সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসন বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ২জন নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে বান্দরবানে শুরু হলো ক্রীড়া মেলা
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি সদরের কোতয়ালী থানার অপারেশনাল কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন একটি মাহিন্দ্রা গাড়ি হস্তান্তর করেছেন রাঙামাটির পুলিশ সুপার।
আজ ৩১ অক্টোবর ২০২৪ খ্রি: রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে রাঙামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার অপারেশনাল কার্যক্রমকে আরো গতিশীল করা, থানা এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধ দমনে আরো সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক ক্রয়কৃত একটি মাহিন্দ্রা গাড়ি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন এর নিকট হস্তান্তর করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ।
এসময় পুলিশ সুপার রাঙামাটিবাসীর সেবার সুবিধার্থে রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক ক্রয়কৃত গাড়িটি জননিরাপত্তা, অপারেশনাল কাজে গতিশীলতা , অপরাধ দমন এবং দৈনন্দিন পুলিশিং কার্যক্রম সম্পাদনে কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।