রাঙামাটি কোতয়ালী থানার কার্যক্রমকে গতিশীল করতে মাহিন্দ্রা গাড়ী প্রদান

প্রকাশঃ ৩১ অক্টোবর, ২০২৪ ০৭:০৭:১৬ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ১০:১৭:৫১

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  রাঙামাটি সদরের কোতয়ালী থানার অপারেশনাল কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন একটি মাহিন্দ্রা গাড়ি হস্তান্তর করেছেন রাঙামাটির পুলিশ সুপার।

 

আজ ৩১ অক্টোবর ২০২৪ খ্রি: রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে রাঙামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার অপারেশনাল কার্যক্রমকে আরো গতিশীল করা, থানা এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধ দমনে আরো সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক ক্রয়কৃত একটি মাহিন্দ্রা গাড়ি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ সাহেদ উদ্দিন এর নিকট হস্তান্তর করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার . এস এম ফরহাদ হোসেন

 

এসময় পুলিশ সুপার রাঙামাটিবাসীর সেবার সুবিধার্থে রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক ক্রয়কৃত গাড়িটি জননিরাপত্তা, অপারেশনাল কাজে গতিশীলতা , অপরাধ দমন এবং দৈনন্দিন পুলিশিং কার্যক্রম সম্পাদনে কার্যকর ভূমিকা পালন  করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

 

এসময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions