দেশের ব্যাপক সংস্কার নির্বাচিত সরকার করবে, দ্রুত নির্বাচন দিন: ওয়াদুদ ভূইয়া মহালছড়িতে সেনা জোন কর্তৃক প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন খাগড়াছড়িতে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি রাঙামাটির সহিংসতায় কোটির টাকার ক্ষতি তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টা রাসেল চাকমার
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে কারাবন্দিদের আইনি সহায়তা প্রদানে প্রতিবন্ধকতা নিরসনে কারাবন্দি ও লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের সমন্বয় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকালে রাঙামাটি জেলা কারাগারে সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়।
সভায় রাঙামাটির জেল সুপার মো. দিদারুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট মাকসুদা হক, শফিউল আলম মিঞা, শহিদুল ইসলাম, রাইসুল কবির হিমুন, জ্ঞানী চাকমাসহ লিগ্যাল এইড ও কারাগারের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সমন্বয় সভা ও গণশুনানিতে কারাবন্দিরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এসময় জেলা লিগ্যাল এইড অফিসার কারাবন্দিদের অভিযোগ শুনেন এবং লিগ্যাল এইডের অফিসের কার্যক্রম তুলে ধরে বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদানে আশ্বস্ত করেন।