সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে কারাবন্দিদের আইনি সহায়তা প্রদানে প্রতিবন্ধকতা নিরসনে কারাবন্দি ও লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের সমন্বয় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকালে রাঙামাটি জেলা কারাগারে সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়।
সভায় রাঙামাটির জেল সুপার মো. দিদারুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট মাকসুদা হক, শফিউল আলম মিঞা, শহিদুল ইসলাম, রাইসুল কবির হিমুন, জ্ঞানী চাকমাসহ লিগ্যাল এইড ও কারাগারের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সমন্বয় সভা ও গণশুনানিতে কারাবন্দিরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এসময় জেলা লিগ্যাল এইড অফিসার কারাবন্দিদের অভিযোগ শুনেন এবং লিগ্যাল এইডের অফিসের কার্যক্রম তুলে ধরে বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদানে আশ্বস্ত করেন।