পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। নির্ষাতনে
নিহত
ছাত্রনেতা
রমেল চাকমা’র ৭ম
মৃত্যুবার্ষিকীতে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা
নিবেদন, স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন
কর্মসূচি পালন করেছে বৃহত্তর
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ
(পিসিপি) নানিয়ার উপজেলা শাখা।
শুক্রবার (১৯ এপ্রিল ২০২৪)
বিকাল ৪টায় শহীদ রমেল
চাকমা’র নিজ এলাকায়
এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথমে শহীদ রমেল চাকমার
স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা
নিবেদন করা হয়।
এতে পিসিপি’র পক্ষ
থেকে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ
সম্পাদক নিকন চাকমা ও
রাঙামাটি জেলা শাখার সভাপতি
তনুময় চাকমা, শহীদ রমেলের
মা আলো দেবী চাকমা,
এলাকার শিশু-কিশোর ও
এলাকাবাসী পুষ্পস্তবক অর্পণ করে শহীদ
রমেলের প্রতি শ্রদ্ধা নিবেদন
করেন।
এরপর এক স্মরণসভা অনুষ্ঠিত
হয়। স্মরণসভার
পূর্বে রমেল চাকমাসহ পূর্ণস্বায়ত্তশাসন
আন্দোলনে সকল শহীদের স্মরণে
দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন
করা হয়।
স্মরণসভায় পিসিপি’র নান্যাচর
উপজেলা শাখার সভাপতি সুমেত
চাকমার সভাপতিত্বে ও সদস্য সুপন
চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র
কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক নিকন চাকমা ও
রাঙামাটি জেলা শাখার সভাপতি
তনুময় চাকমা, হিল উইমেন্স
ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সভাপতি
রিমি চাকমা ও গণতান্ত্রিক
যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখার সভাপতি
প্রিয়তন চাকমা। এছাড়া
শহীদ রমেল চাকমার মা
আলো দেবী চাকমাসহ এলাকার মুরুব্বীগণ উপস্থিত
ছিলেন।