পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি । রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে জটিলা চাকমা (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত পৌনে দুইটার দিকে উপজেলার ৪ নম্বর ভূষণছড়া ইউনিয়নের ভুদোছড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বজ্রপাতে নিহত জটিলা চাকমা (৫৮) ওই এলাকার প্রমোধ কান্তির চাকমার স্ত্রী।
স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বাসায় তিনজন একসঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়েন। হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রমোধ কান্তির চাকমার স্ত্রী জটিলা চাকমা আহত হন এবং পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভূষণছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুদোছড়া এলাকায় বজ্রপাতে এক নারী মারা গেছেন।
বিষয়টি বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মং ক্য চিং মারমা সাগরও নিশ্চিত করেছেন।
এদিকে, একই দিন কাছাকাছি সময়ে রাঙামাটির লংগদুতে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে আয়েশা সিদ্দিকা নামের এক কিশোরীর মৃত্যু হয়।