পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।পার্বত্য জেলা রাঙমাটির লংগদুতে বজ্রপাতে আয়েশা সিদ্দিকা নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন ৩জন।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার লংগদু সদর ইউনিয়নের ভাইবোনছড়া এলাকায় ঝড়বৃষ্টির সময় ঘরে বজ্রপাত পড়লে শিহাব মিয়ার মেয়ে আয়শা সিদ্দিকা (১১) বজ্রপাতে আহত হলে তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মৃত আয়েশা সিদ্দিকার মা তাজেনুর বেগম (২৭)৷ জয়নাল খাঁর স্ত্রী হাজেরা বেগম (৭০) এবং মো. ইউসুফ আলীর মেয়ে মোছা. জেসমিন (১৩)। সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
একই দিনে উপজেলার মাইনীমূখ ইউনিয়নের মুসলিমব্লক এলাকায় বজ্রপাতে ১টি অস্ট্রেলিয়ান গরু মারা গেছে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আয়শা ময়মনসিংহ জেলা থেকে তার মামার বাড়িতে গত তিন মাস আগে বেড়াতে আসে। মৃত আয়েশার মামা ফসিল ক্ষেতের অস্থায়ী ঝুপড়ি ঘরে থাকতেন এবং ওখানেই এ ঘটনা ঘটে।
লংগদু থানা পুলিশ জানায়, বিষয়টি আমরা অবগত হয়েছি। আইনানুসারে সকল কার্যক্রম সম্পন্ন করা হবে।