পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আগামী ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের সাধারণ নির্বাচনে রাঙামাটির চারটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার (১৫ এপ্রিল) অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে রাঙামাটি সদর, বরকল, জুরাছড়ি ও কাউখালী উপজেলার ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থিতা দাখিল করেছেন।
রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে প্রার্থী হয়েছেন ১৫ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন- অন্ন সাধন চাকমা, পঞ্চানন ভট্টাচার্য্য, বিপ্লব চাকমা, মো. শহীদুজ্জামান মহসীন, শাহাজাহান ও সুফিয়া কামাল (ঝিমি)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চন্দ্রজিত দেওয়ান, দয়াময় চাকমা, দূর্গেশ্বর চাকমা, পলাশ কুসুম চাকমা, মো. মনিরুল ইসলাম ও মো. রিদওয়ানুল হক সেলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নাসরিন ইসলাম, রিতা চাকমা ও মনিকা আক্তার।
কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে প্রার্থী হয়েছেন ৯ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন- মংসুইউ চৌধুরী ও মো. সামশুদ্দোহা চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন অং প্রু মারমা, কে এম আসিফ নেওয়াজ, মো. ফিরোজ আহাম্মাদ ও লা থোয়াই মারমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এ্যানী চাকমা (কৃপা), জান্নাতুল ফেরদৌস ও নিংবাইউ মারমা।
জুরাছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে প্রার্থী হয়েছেন ৭ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন- সুরেশ কুমার চাকমা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও কেতন চাকমা। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কামিনী রঞ্জন চাকমা ও রন্টু চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন অনিতা দেবী চাকমা ও জ্যোৎস্না তালুকদার।
বরকল উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে প্রার্থী হয়েছেন ৬ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন- সন্তোষ কুমার চাকমা ও বিধান চাকমা। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন পুলিন বিহারী চাকমা ও জ্ঞান জ্যোতি চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন রাখি চাকমা ও সুচরিতা চাকমা।
রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিস সূত্র মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছে।