রাঙামাটিতে নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ
প্রকাশঃ ১৪ এপ্রিল, ২০২৪ ০১:১২:২৪
| আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০২:২০:০৬
|
৩৭৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে মঙ্গল শোভাযাত্রাসহ নানান আযোজনের মধ্য দিয়ে বরণ করে নেয়া হচ্ছে বাংল নববর্ষ ১৪৩১। দিনটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা সকাল ৮ টায় রাঙামাটির পৌরসভা প্রাঙ্গণ হতে শুরু করে প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নানা বয়সী মানুষ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রঙ্গণে লোকজ মেলার উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলার আবহমান সংস্কৃতিকে কোনভাবেই কোন অপশক্তি ধংস করতে পারবে না।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।