কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)।রাঙামাটি জুরাছড়ি উপজেলায় "স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি একসাথে" স্লোগানকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাল্টিপারপাস ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এসআই রিয়াদ হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ বেল্লাল মেহেদী, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন, লুলাংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন চাকমাসহ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যগণ ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৭এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস থাকলেও সরকারি বন্ধ তাকায় সকলের উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করতে মঙ্গলবার পালন করে স্বাস্থ্য বিভাগ।