বুধবার | ২৭ নভেম্বর, ২০২৪

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে ১৮নারীসহ মোট ৪৯জন আটক

প্রকাশঃ ০৮ এপ্রিল, ২০২৪ ০৮:২৮:০৪ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০১:২২:০৭  |  ৬১২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়া থেকে যৌথবাহিনীর অভিযানে রুমা ও থানচি ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের সাথে ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১৮ নারীসহ ৪৯জনকে আটক করা হয়েছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো.রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, ৮ এপ্রিল (সোমবার) বিকেলে তাদের বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়া থেকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত ৪৯জনকে পরে রুমা সদর থেকে বাসে করে পুলিশের কড়া পাহাড়ায় বান্দরবান সদর থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সকলে বান্দরবান সদর থানায় পুলিশের হেফাজতে রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো.রায়হান কাজেমী আরো জানান, আগামীকাল ৯ এপ্রিল (মঙ্গলবার) তাদের আদালতে তোলা হবে ।

এর আগে ৮ এপ্রিল (সোমবার) বিকেলে বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ এর ২ সদস্যকে আটক করা হয়। এসময় ৭টি দেশী বন্ধুক,২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম, বুট এবং ব্যবহ্রত একট ল্যাপটপ উদ্ধার করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions