মঙ্গলবার | ১৫ অক্টোবর, ২০২৪

পবিত্র ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০২ এপ্রিল, ২০২৪ ০১:১৪:০৪ | আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ ০৩:৪৭:৩০  |  ৩৩২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন ও বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।   

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ্যে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসন মো মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা,সাবেক জেলা পরিষদের সদস্য মহসিন রানা, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ইকবাল বাহার চৌধুরী সহ  জেলা সকল মসজিদের ইমামগন এসময় উপস্থিত ছিলেন।

সভায় ঈদুল ফিতর উদযাপকে নির্বিঘ্ন নিরাপদ ও আনন্দঘন করতে করনীয় বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়।

এরপর একই অনুষ্ঠানে বাংলানববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় জানানো হয়, বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের নিয়ে ‘বাংলা নববর্ষ ও বঙ্গবন্ধু’ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ণিল শোভাযাত্রা লোকজ ঐতিহ্য দিয়ে ফুটিয়ে তোলার জন্য উপস্থিত সকলের পরামর্শ এবং সহযোগিতা কামনা করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions