সাজেকে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৪ ০৮:৫১:০৩
| আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ১০:২০:২১
|
৪৮৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক পাহাড়ে মালবাহী একটি মাহিন্দ্র অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাড়ে পড়েছে। এতে ঘটনাস্থলেই মো. চাঁন মিয়া (৩৫) নামের ওই অটোরিকশা চালক নিহত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে সাজেক ভ্যালির কংলাক পাহাড়ে উঠার সময় এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাণ-আরএফএল কোম্পানির মালামালবাহী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০-২০০ নিচের খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনার সময় প্রাণ কোম্পানির দুইজন বিক্রয় প্রতিনিধি অটোরিকশা থেকে লাফ দেয়। খাদে পড়ে গাছে আটকে যায় অটোরিকশাটি। মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে ঘটনাস্থলেই মারা যান চালক চাঁন মিয়া।
জানা গেছে, নিহত চাঁন মিয়া খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রশিকনগর এলাকার তৈয়ব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ওসি আবুল হাসান খান জানান, ‘সাজেকে দুর্ঘটনায় একজন মাহিন্দ্র অটোরিকশা চালক নিহত হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’