বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্ম বিরতি পালন

প্রকাশঃ ২৪ মার্চ, ২০২৪ ০৮:০৭:৪১ | আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ ০৫:১০:১৯  |  ৫৫৬

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।বকেয়া বেতন পরিশোধ বেতন ভাতা বৃদ্ধিসহ দফা দাবি আদায়ে রাঙামাটিতে ৪৮ ঘন্টার কর্ম বিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা

 

রবিবার(২৪ মার্চ) সকালে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে রাঙামাটি ইন্টার্ন চিকিৎসকরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কর্ম বিরতি পালন করে। এতে রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বভাবিক চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। 

 

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বকেয়াসহ ইন্টার্নদের বেতন ৩০ হাজার ঘোষণা অনুযায়ী ট্রেইনীদের ভাতা ৫০ হাজার করাট্রেইনী ডাক্তার (এফসিপিএস, রেসিডেন্ট নন রেসিডেন্ট), সকল বকেয়া ভাতা প্রদান করা, ১২টি ইন্সটিটিউটের- নন রেসিডেন্ট ডাক্তারদের, আকস্মিক ভাতা বন্ধের মত হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার এবং ভাতা পূর্নবহাল করাডাক্তারদের সুরক্ষা আইন প্রণয়ন করার দাবিতে কর্মসূচী পালন করছে। 

 

রবিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে রাঙামাটি ইন্টার্ন চিকিৎসকরা এক মানববন্ধন আয়োজন করেছে

 

ইন্টার্ন চিকিৎসক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: প্রসেনজিৎ পালের সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ সাজিদ হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,ইন্টার্ন চিকিৎসক পরিষদের সহ-সভাপতি ডা. রাফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা.সাকিব,যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মুনতাসির সহ অন্যান্যরা

 

এসময় বক্তারা, বকেয়া বেতন পরিশোধ বেতন ভাতা বৃদ্ধিসহ দ্রুত দফা দাবি বাস্তবায়ন না করলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন। সেই সাথে তাদের কর্ম বিরতি পালনে রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যহত হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। 

 

মানববন্ধন শেষে রাঙামাটি মেডিকেল কলেজের  পরিচালক বরাবর দাবিসমূহ নিয়ে অবগতিপত্র  জেলা সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দীর কাছে তুলে দেন

 

 

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions